1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বেরোবি শিক্ষার্থীদের ৬৫ টাকায় চলে একদিনের মিল, পুষ্টিহীনতায় ভোগেন বেশিরভাগ - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো আপত্তি নেই: প্রধান উপদেষ্টা

বেরোবি শিক্ষার্থীদের ৬৫ টাকায় চলে একদিনের মিল, পুষ্টিহীনতায় ভোগেন বেশিরভাগ

বেরোবি প্রতিনি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

 102 বার পঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ছাত্রাবাসে  ৬৫ টাকায় মেলে একদিনের খাবার। সকালে ১০০ গ্রাম, দুপুরে ২০০ গ্রাম, ও রাতে ২০০ গ্রাম ভাত খেয়ে অতিবাহিত হয় জীবন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর মতে, একজন প্রাপ্তবয়স্ক শিক্ষার দৈনিক ৫০-৫৬ গ্রাম আমিষ (প্রোটিন) ও ২৭৫ গ্রাম শর্করা (কার্বোহাইড্রেট) প্রয়োজন। বেরোবির শিক্ষার্থীদের সাথে যা তুলনা করলে পাওয়া যায় আকাশপাতাল তফাৎ। আবাসিকে বসবাসরত একজন শিক্ষার্থী দিনে ২০-২৫ গ্রাম আমিষ ও ১৩০-১৪০ গ্রাম শর্করা গ্রহণ করেন। ফলে অপুষ্টিতে ভোগেন বেশিরভাগ শিক্ষার্থী।

পুষ্টি চাহিদা বলতে আমাদের শরীরের সঠিক ক্রিয়াকলাপ, বৃদ্ধির জন্য এবং স্বাস্থ্য রক্ষা করতে প্রতিদিন যে পরিমাণ পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, তাকে বোঝায়। এই চাহিদা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং সাধারণত বয়স, লিঙ্গ, শারীরিক কার্যক্রম, এবং স্বাস্থ্যের ওপর নির্ভর করে। পুষ্টি চাহিদা পূরণে প্রধানত প্রোটিন, শর্করা, ফ্যাট (চর্বি), ভিটামিন, খনিজ পদার্থ উপাদানগুলোর প্রয়োজন হয়। WHO এবং FAO এর মতো সংস্থাগুলি বিভিন্ন বয়স ও অবস্থার ওপর ভিত্তি করে পুষ্টির সুপারিশ প্রদান করে, যা খাদ্য পরিকল্পনা এবং পুষ্টি গ্রহণের জন্য ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য সাধারণত দৈনিক ২,৫০০ ক্যালোরি,  মোট ক্যালোরির ৫০-৬০% কার্বোহাইড্রেট, মোট ক্যালোরির ১০-১৫% প্রোটিন, মোট ক্যালোরির ২০-৩০% চর্বি (ফ্যাট), ৭৫-৯০ মিলিগ্রাম ভিটামিন-সি, ১,০০০-১,৩০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। যার ধারের কাছেও গ্রহণ করে না বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। ফলে বিভিন্ন জটিল রোগের আশংকা রয়ে যায় তাদের শরীরে।

আবাসিকে বসবাস করার সুবাদে বাজার করার অভিজ্ঞতা হয়েছে বহুবার। মিল ম্যানেজার জনপ্রতি সকালে ১৫ টাকা, দুপুরে ২৫ টাকা, ও রাতে ২৫ টাকা ধরে ৩২ জনের ২০৮০ টাকার বাজার করতে দিলেন । বাজার করতে গিয়ে পড়লাম মহাবিপদে! একি, এতো বিরাট এক অংকের খেলা! দোকানদারকে বললাম সকালে ৩২ টি মিলে ১০০ গ্রাম করে ৩কেজি ২০০ গ্রাম ও দুপুর রাতে মিলিয়ে ১২ কেজি ৮০০ গ্রাম চাল দিন। টাকা গুনতে হলো কেজি প্রতি ৫৮ করে ৯২৮ টাকা। ১২০ টাকার তেল, মশলা ৮০ টাকার মশলা, ৩০ টাকার লবণ মিলে গেলো ২৩০ টাকা। ৩২ জনে ৩বেলা খাওয়ার জন্যে কেজি প্রতি ৫০ করে ৪ কেজি আলু ২০০ টাকা ও ২৫০ টাকার বিভিন্ন শাক-সবজি নেওয়ার পর দেখি হাতে অবশিষ্ট রয়েছে ৪৭০ টাকা। এখন চিন্তার বিষয় হলো অবশিষ্ট এই টাকার ভিতর কিভাবে দুবেলা আমিষ দেওয়া যায়? ৪১৬ টাকায় দুইবেলার জন্যে মাছ অথবা মাংশ ক্রয় করা কোনোভাবেই সম্ভব না। এখন করণীয় কি? অনেক ভেবে চিন্তে ৩২টি ডিম কিনলাম, প্রতিবেলা হাফ করে ডিম খাওয়া ছাড়া বিকল্প কোনো বুদ্ধি পাচ্ছি না।

শুধু রংপুরে নয়, দেশের বিভিন্নস্থানেই একি চিত্র লক্ষ্য করা যায়। নিজের স্বপ্ন পূরণ করতে প্রতিদিন একবেলা খেয়েই জীবন অতিবাহিত করছে শিক্ষার্থীরা। দারিদ্র্য সীমার নিচে জীবন অতিবাহিত করা বেশিরভাগ শিক্ষার্থীদের আর্তচিৎকার শুনার নেই কেউ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park