1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বেরোবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস - ২০২৪ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে : বেরোবি উপাচার্য - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগুন ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ বাংলাদেশকে নিয়ে গুজব এবং অপপ্রচার চলছে: তথ্য উপদেষ্টা নাহিদ কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উপর ভিত্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান  বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি জবি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বেরোবিতে সাংবাদিকতা বিভাগের বরণ-বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোরেলগঞ্জ  বাজার অভিযানে সেনাবাহিনী ও টাস্কফোর্স কমিটি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভর্তি পরীক্ষা পুনঃস্থাপনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ইসলামীদল আদের্শ ছাড়া রাষ্ট্র পরিচালনার বিকল্প নাই:চরমোনাই

বেরোবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস – ২০২৪ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে : বেরোবি উপাচার্য

ইবতেশাম রহমান সায়নাভ
  • প্রকাশ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

 17 বার পঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের দেড়যুগ পূর্তি এবং আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৪ উদযাপন করা হয়।

 আজ রবিবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে সমাপনী দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। পরে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মিডিয়া চত্বরে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের দেড়যুগ পূর্তি এবং আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৪ উপলক্ষে কেক কাটা হয়।

সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ও বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ প্রতিষ্ঠার তারিখ ১০ নভেম্বর। এটি একইসঙ্গে বিরল ও সৌভাগ্যের ঘটনা। তিনি আরো বলেন, এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে দৃঢ় বন্ধন, তা সকল বিভাগের জন্য অনুকরণীয়। এধরনের জিরো ডিসটেন্স ও  বন্ধন বর্তমান বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক।

উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য এআইএস বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদসহ এআইএস বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park