201 বার পঠিত
অনেকটা চুপিসারে বিয়ে করেছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে তিনি বিয়ের কাজ সেরেছেন। গায়িকার বর একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। যুক্তরাষ্ট্রপ্রবাসী হলেও বাংলাদেশে নিয়মিত আসা যাওয়া রয়েছে তার।গায়িকার বিয়ের খবর তার সহকর্মীদের অনেকেই জানেন।
বিয়ে প্রসঙ্গে লিজা বলছেন, গত বছর আমাদের বিয়ে হয়েছে। ইচ্ছে ছিল সকলকে দাওয়াত দিয়ে মিডিয়ায় জানাব। তার আগেই খবর বের হলো আমি গোপনে বিয়ে করেছি। গোপনে বিয়ে মানে তো পরিবারের অসম্মতিতে বিয়ে করা। আমরা এটা তো করিনি। আমাদের বিয়েটা দুই পরিবারের সম্মতিতে আয়োজন করে হয়েছে। আর আমার হাজবেন্ডকে সবখানেই আমি নিয়ে যাই, তার সঙ্গেও আমি ঘুরছি ফিরছি। মিডিয়ার সবাই জানে।
লিজা জানালেন ইচ্ছে ছিল ডিসেম্বরেই বিয়ে পরবর্তী অনুষ্ঠান করার। কিন্তু এটা হচ্ছে না, নির্বাচন শেষ হওয়ার পর আমরা অনুষ্ঠান করবো।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। সবুজের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। তারপরও একটা সময় লিজা ও সবুজ প্রেমের সম্পর্কে জড়ান।