1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বিয়ের ৫০ বছর পর মহাধুমধামে বৌভাত - দৈনিক দেশেরকথা
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোয়াজ্জেমের  মর্মান্তিক মৃত্যু  ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও পতাকায় আগুন  ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের শুভ উদ্বোধন। নির্বাচনের আগে দেশে টেকসই ও কার্যকর সংস্কার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেশের ব্যাংক খাতের মন্দ ঋণ দিয়েই ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের বিষ পানে আত্মহত্যা ইবি পার্শ্ববর্তী বাজারে শীতকালীন সবজির অগ্নিমূল্যে বিপাকে শিক্ষার্থীরা

বিয়ের ৫০ বছর পর মহাধুমধামে বৌভাত

শাহ্আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

 149 বার পঠিত

জামালপুর প্রতিনিধি> স্বজনদের আশা পূরণ করতে প্রায় ৫০ বছর ঘর  সংসার করার পর আবার  স্বজন ও গ্রামবাসীদের  নিয়ে  মহা ধুমধাম করে গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠান বৌভাত  করলেন জয়নাল-মমতা দম্পতি।
জামালপুর সদর উপজেলা  পৌরসভাস্হ কম্পপুর গ্রামের বাসিন্দা তারা দু’জন। দীর্ঘ ৪ যুগ পর এমন বিয়ে উৎসব নিয়ে মহাধুমধাম হইচই পড়ে যায় ওই এলাকার   চতুরদিক। কয়েকদিন ধরে চলছে নাতি নাতনী সহ আত্মীয় স্বজনে আনন্দ  উৎসব। খাসির বিরিয়ানি পোলাও , সেমাই,  দই,মিষ্টি ও পিঠা সহ আর নানা পদের রান্না করে আপ্যায়ন করা হয়েছে আমন্ত্রিত  গ্রামবাসি  ও আত্মীয়   স্বজনদের।

দম্পতি জয়নাল ও তার স্ত্রী জানান,  আমাদের  প্রায় ৫০ বছর পূর্বে   হঠাৎ  দু’জনের বিয়ে হয়।  বিয়েটা হলেও  তখন কোনো  আনুষ্ঠানিক  আয়োজন ও আনন্দ উৎসব  করা হয়নি।

এলাকাবাসী সুত্রে জানান যায়, শুক্রবার ৮ সেপ্টেম্বর  গায়ে হলুদের আয়োজন করে এলাকাবাসী ও স্বজনরা বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ঘর বাড়ি   সাজানো হয় রংবেরং বাতি বেলুন দিয়ে।  এতে আনন্দ উৎসবে মেতে  উঠে অংশগ্রহণকারী আত্মীয়স্বজন ও প্রতিবেশী ও   দম্পতির ২ ছেলে সঙ্গে ছিল।

বিয়ের অনুষ্ঠানে অতিথি কাজল  জানান, একইদিন দুপুরে খাসির মাংসের বিরিয়ানির সঙ্গে সেমাই, মিষ্টি দিয়ে অ্যাপয়ন করা হয় স্বজন প্রতিবেশী ও গ্রামের কয়েকশ মানুষকে। দীর্ঘদিন পর মনের আশা পূরণ করতে পেরে খুশি জয়নাল ও তার স্ত্রী। এলাকার মানুষও  উৎসব পালন করেছে।

জয়নালের প্রতিবেশী ফারুক জানান, এমন বিয়ে তারা আগে দেখেননি। বিয়েতে তারা অংশ নিয়ে অনেক আনন্দ করেছে । খাসির মাংসের বিরিয়ানির সঙ্গে ছিল নানা পদ। লোকজন তৃপ্তি সহকারে দাওয়াত  খেয়ে মহাখুশী। 

জয়নাল জানান,  নাতনি-নাতিন এর ইচ্ছা পূরণ করতেই এমন আয়োজন করা হয়েছে। আয়োজনে অংশগ্রহণকারী সকলেই খুশী। তার দু’ছেলে জানান,   বাবা-মায়ের   বৌ ভাতের অনুষ্ঠানে   অংশগ্রহণ করতে পেয়ে  খুশি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park