162 বার পঠিত
রাজাপুর প্রতিনিধি> মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গিকার স্লোগানে ঝালকাঠির রাজাপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় পল্লী সমাজের আয়োজনে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৪০নং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় ৩০ জন কিশোরীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি সিনিয়র পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো ঃ মাসুদ রানা। এ ছাড়াও অনুষ্ঠানে গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ, স্থানীয় ইউপি সদস্য একে মনির খাঁন, রাজাপুর থানা পুলিশের সদস্য সহ জেলা ব্যবস্থাপক নিত্যানন্দ শীল, সহযোগী কর্মকর্তা মিতা মিত্র ,পল্লী সমাজের সভা প্রধান লক্ষন কুমার শীল উপস্থিত ছিলেন।