383 বার পঠিত
রাজবাড়ী প্রতিনিধি>রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নতুন নগর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন নগর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা সহ তাদের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান সেই সাথে ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি বাজারের পরিবেশ ঠিক রাখার উদ্দেশ্যে ত্রি-বার্ষিক বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে নতুন নগর বাজারে এক সভার আয়োজন করেন নতুন নগর বাজারের ব্যবসায়ীবৃন্দ। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে জনাব আব্দুস সালাম শেখ কে সভাপতি, মোঃ ফিরোজ আহম্মেদ সাধারণ সম্পাদক এবং ইমরান শেখ কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে নতুন নগর বাজার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোঃ বাবুল ডাক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহম্মদ আলী মাস্টার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব নজরুল ইসলাম, মোঃ জাহিদ হাসান এবং মোঃ কালাম মৃধা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোহন মল্লিক