বানারীপাড়া প্রতিনিধি>বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গ্রামীণ জনপদের শিক্ষিত মহিলাদের কর্মসংস্থান প্রকল্প ‘জয়িতা বানারীপাড়া’ শাখার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ১২০, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহর্ধমিনী বিশিষ্ট সমাজসেবক আতিয়া আলম মিলি, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা, উপজেলা ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী, সড়ক ও জনপথ (সওজ)’র কার্য সহকারী মো. ইউসুফ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল), সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।