বাকৃবি প্রতিনিধি>বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ সুজন ও সাধারণ সম্পাদক হিসেবে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিক মিয়া নির্বাচিত হয়েছেন।
রবিবার ওই নতুন কমিটি ঘোষণা করা হয়।
১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনজুয়ারা খাতুন, কোষাধ্যক্ষ পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিপুল চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক-১ ফিশারিজ টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক-২ ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন যূথী, সাংগঠনিক সম্পাদক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহী, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক মাইক্রো বায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন পুনম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান মাহফুজা।
এছাড়াও ৯ জন সহকারী অধ্যাপক কমিটিতে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT