জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এক্স হ্যান্ডেলে এক পোস্টে একথা বলেন তিনি।পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্র্বতী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতাও জাতিসংঘ মহাসচিব। বেলা ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই পোস্ট দেন।তিনি বলেন, আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্র্বতী সরকার ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ বর্তমানে যে গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সবার জন্য একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপনি জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন।এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সেখানে ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT