মাঠে নামার পর থেকেই যেন হাতে বল জমাতে পারছিলেন না বাংলাদেশের ফিল্ডাররা। পাকিস্তানের ব্যাটাররা আউট হতে চাইলেও টাইগার ফিল্ডারদের ব্যর্থতায় তারা সুযোগ পাচ্ছিলেন টিকে থাকার। একের পর এক সহজ ক্যাচ ফেলে দেওয়ার সঙ্গে মিস ফিল্ডিংয়ে ভুগতে হয়েছে বাংলাদেশকে। তবুও শেষ পর্যন্ত খুব বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩৫ রান।
পুরো ইনিংসে কমপক্ষে তিনটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। এর সঙ্গে ছিল একাধিক মিস ফিল্ডিং। কিন্তু পাকিস্তানের ব্যাটাররা এই সুযোগগুলো কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। চাপ ধরে রেখে বোলাররা পাকিস্তানকে ছোট পুঁজি নিয়েই থামাতে সক্ষম হন।
বাংলাদেশের জন্য এখন লক্ষ্য হবে ১৩৬ রানের সহজ টার্গেট স্পর্শ করে এশিয়া কাপে ফাইনালের পথে এগিয়ে যাওয়া। তবে ফিল্ডিংয়ে এই ধরনের ভুল বড় ম্যাচে কীভাবে প্রভাব ফেলতে পারে, তা নিয়েও প্রশ্ন রয়ে গেল।