২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর)। তবে, চন্দ্রগ্রহণটি পৃথিবীর কোন স্থান থেকেই দৃশ্যমান হবে না বলে জানিয়েছে নাসা। নাসা অনুসারে, বৃহস্পতিবার আমেরিকার সময় সকাল ৭টা ২৬ মিনিটে গ্রহণটি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত চাঁদ তিন দিন থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এই বছরের অক্টোবরের পূর্ণিমাকে একটি সুপারমুন হিসেবেও উল্লেখ করা হয়েছে, যেটি ঘটে যখন একটি চাঁদ তার কক্ষপথের নিকটতম বিন্দুতে বা তার কাছাকাছি থাকে, যার ফলে চাঁদ নাটকীয়ভাবে স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল এবং বড় দেখায়।
হান্টার মুন হবে টানা চারটি সুপারমুনের তৃতীয়, নাসা এবং থমাসের মতে এটি বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল সুপারমুন হবে। এর আগে দ্বিতীয় চন্দ্রগ্রহণ হয় গত ১৮ সেপ্টেম্বর। তবে আংশিক এ চন্দ্রগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যায়নি।
বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা না গেলেও অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চল থেকে আংশিকভাবে দৃশ্যমান হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT