বিতর্ক যেন তারপিছু ছাড়তেই চায় না। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর মাদককাণ্ডে জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এ ঘটনায় কারাদণ্ড ভোগ করেছেন অভিনেত্রী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রিয়া।
এ বার তার ভুল ধরলেন নেটিজেনরা। শোনা যাচ্ছে, এই মুহূর্তে ব্যবসায়ী নিখিল কামাথের সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়া ও নিখিলের একটি ভিডিও পোস্ট ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের রাস্তায় নিখিলের মোটরবাইকের পিছনে বসে যাচ্ছেন তিনি। পরনে ডেনিম জ্যাকেট, মুখে মাস্ক। কিন্তু মাথায় নেই হেলমেট। বাইক চালকের মাথায় অবশ্য হেলমেট ছিল।
ভিডিওটি দেখে নেটিজেনরা লেখেন, রিয়ার জন্য আলাদা আইন না কি, মাথায় হেলমেট নেই যে! আর এক মন্তব্য করেন,বাইক চড়ার সময় কি আর হেলমেট পরার প্রয়োজন হচ্ছে না? গত মাসে, রিয়া ‘চ্যাপ্টার ২’নামে পডকাস্টে আত্মপ্রকাশ করেছিলেন।
অভিনেত্রী বলেছিলেন, “সবাই আমার ‘চ্যাপ্টার ১’ সম্পর্কে জানেন। অবশেষে পুনর্জন্মের মতো নতুন নিজেকে আবিষ্কার করেছি এবং আমি এটা উদযাপন করতে চাই। আমার জীবনে একটা দ্বিতীয় অধ্যায় থাক, সেখানে আবার নতুন ভাবে শুরু করা, এগিয়ে যাওয়া। আমি পরিবর্তনের উদযাপন করতে চাই।”
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT