1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
ইবি ছাত্রী নির্যাতন : আগামীকাল ক্যাম্পাসে ফিরবেন ভুক্তভোগী ফুলপরী - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

ইবি ছাত্রী নির্যাতন : আগামীকাল ক্যাম্পাসে ফিরবেন ভুক্তভোগী ফুলপরী

মো: সাব্বির খান
  • প্রকাশ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

 85 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলে রাতভর নির্যাতনের ঘটনার ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী আগামীকাল শনিবার ক্যাম্পাস ফিরবেন। সর্বোচ্চ নিরাপত্তা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এ দিন নতুন আবাসিক হলে উঠার জন্য আবেদন করবেন পাশাপাশি সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবেন। দেশরত্ন শেখ হাসিনা হলের পরিবর্তে তিনি উঠতে চান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী খাতুন। 

নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থী  ওই রাতের ঘটনার পরে ভয়ে ভুক্তভোগী  তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে চলে যান। আগামীকাল তিনি সেখানেই থেকে আসবেন। এ ঘটনায় ক্যাম্পাস অভিযোগ করার পরে তদন্ত কমিটির ডাকলে গ্রামের বাড়ি থেকে  ৩ বার ক্যাম্পাসে এসেছিলেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে ফোন দিয়েছিলো। নিরাপত্তার জন্য দুই জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।  বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন।  আগামীকাল আমি ক্যাম্পাসে যাবো। দেশরত্ন শেখ হাসিনা হল থেকে মাইগ্রেশন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকবো।

এ বিষয়ে উপাচার্যের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহাবুবুর রহমান বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। তার নিরাপত্তার জন্য রেজিস্ট্রার ও প্রক্টরকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park