চাটখিল প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী হবে, শিক্ষার ভিত্তি তত বাড়বে এমন মন্তব্য করেছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
আসন্ন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নোয়াখলা ইউনিয়নের দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা জীবনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৬ মার্চ (বুধবার) বিকেলে নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন চৌধুরী টিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একটিভ গ্রুপের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, মা ইলেকট্রনিকস সত্বাধিকারী মনির হোসেন মনির, সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক শেখ সাহাজাহান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুবেদার মোহাম্মদ ইব্রাহিম, ইসমাইল হোসেন পাটোয়ারী ও রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT