1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
পূজা উদযাপন পরিষদ কুবির নবীন বরণ অনুষ্ঠান - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

পূজা উদযাপন পরিষদ কুবির নবীন বরণ অনুষ্ঠান

আল মাসুম হোসেন
  • প্রকাশ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

 129 বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৬ তম ব্যাচকে অনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে৷ 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই আয়োজন হয়। দীপ চৌধুরীর সঞ্চালনায় ও পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে, এজন্য তোমাদের এগিয়ে যেতে হবে। আমার অনুরোধ তোমরা এমন কোন কাজে জড়িয়ে যাবে না যার দ্বারা এই প্রতিষ্ঠানের দেশ ও সমাজের কাছে মাথা নত করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো প্রথমেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি৷ আমার কিছু ভিশন আছে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে৷ এজন্য সকলের সহযোগিতা দরকার৷ মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয় দারুন উন্নতি করছে৷ 

 তিনি আরো বলেন, আমি এখানে শুধু ফাইল সাইন করার জন্য আসিনি, বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বস্থানীয় জায়গায় নিয়ে যেতে চাই। মেধাবৃত্তি চালু করেছি, গবেষনা ও পাবলিকেশনে সুবিধা বৃদ্ধি করছি ও সকলকে উৎসাহিত করছি৷ খুব অল্পসময়ের মধ্যের হাই র‍্যাংকড জার্নালে আমাদের শিক্ষকরা গবেষনা প্রকাশ করছে৷ গুচ্ছেও পছন্দের তালিকায় পর পর দুই বছর আমরা শীর্ষে।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাস বলেন, আমি উপাচার্য স্যারসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য৷ উপাচার্য স্যার যে অগ্রযাত্রায় শামিল হয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই৷ পাশাপাশি স্যারকে হেয় প্রতিপন্ন করার মতো ষড়যন্ত্র যারা করছে পূজা উদযাপন পরিষদ সবসময়ই তার বিপক্ষে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park