80 বার পঠিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রামের সকল থানা এলাকায় পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে লোক নিয়োগে ঘুষ কিংবা অর্থ লেনদেন না করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মাইকযোগে সতর্কীকরণ প্রচারণা চালানো হচ্ছে। জেলার উলিপুর উপজেলা সদরে ২৩ অক্টোবর বুধবার সকাল থেকে ব্যতিক্রমী এই মাইকিং জনমনে ব্যাপক আশার সঞ্চার করেছে।
মাইক যোগে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, আপনি যদি সৎ সাহসী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকেন তাহলে যোগদিন বাংলাদেশ পুলিশে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। কেউ আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল হবে। এধরনের কোন তথ্য পেলে পুলিশ সুপার কুড়িগ্রামকে অবহিত করার জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম বলেন, দুর্নীতি মুক্ত মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগে জেলা পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।