মতলব (চাঁদপুর) প্রতিনিধি> মতলব উত্তর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য দেন - উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসনের সভাপতিত্বে ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক কামরুজ্জামান ঢালী হারুনের পরিচালনায় আরো বক্তব্য দেন - গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মাস্টার।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ূীদের মাঝে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিমৃন্দ।আর্কশনীয় প্রতিযোগীতা ফুটবল খেলার ফাইনালে অংশ গ্রহণ করেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়। এতে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ৩ গোলে জয়লাভ করে।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান। এসময় উপস্থিত ছিলেন, একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT