পাবনর সুজানগর উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত। হাট-বাজারে মাত্র একদিনের ব্যবধানে মূল কাটা বা আগাম আবাদ করা পেঁয়াজের দাম কমেছে মণ প্রতি ১ হাজার টাকা থেকে ১৫শ’ টাকা। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিলেও পেঁয়াজ চাষীরা হতাশ।
জানা যায়, সোমবার উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ মূল কাটা বা আগাম আবাদ করা পেঁয়াজ পাইকারী বিক্রি হয়েছে ৪৫শ’টাকা থেকে ৫ হাজার টাকা দরে। এসময় হাট-বাজারে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০টাকা দরে। অথচ মাত্র একদিনের ব্যবধানে মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয় ৩৫শ’ থেকে ৪ হাজার টাকা দরে।
এ হিসেবে প্রতিমণ পেঁয়াজের দাম কমেছে ১ হাজার টাকা থেকে ১৫শ’ টাকা। আর বর্তমান বাজারে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকা দরে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানী বন্ধের খবরে দেশী মূল কাটা পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ২/৪দিনের মধ্যে বাজার স্থিতিশীল হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT