পাবনা প্রতিনিধি>পাবনার সাঁথিয়া উপজেলায় পামওয়েলের সঙ্গে রঙ মিশিয়ে সরিষা তেল উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার বনগ্রাম বাজারে ইমারুল অয়েল মিলস ও ঘোষ মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান চালানো হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিরুল ইসলাম জানান, নিয়মিত বাজার তদারকের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরিষা ও পামতেলের সঙ্গে রঙ মিশিয়ে সরিষা তেল তৈরি করার অপরাধে ইমারুল অয়েল মিলসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন পাবনা জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মাহমুদ আলম।
নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন আতাইকুলা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে বলেও জানান মো. জাহিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT