কয়েক বছর ধরে দেশীয় বিনোদনের সবচেয়ে আলোচিত-সমালোচিত নাম পরীমনি। বোট ক্লাবে নিজের ওপর হওয়া অত্যাচারের ঘটনা প্রকাশ করা, সাভার থানায় মামলা, দুই ব্যবসায়ীর গ্রেপ্তার, গভীর রাতে রাজধানীর দুই ক্লাবে ভাঙচুর, বাসায় র্যাবের অভিযান, মাদকসহ আটক, পরে গ্রেপ্তার, দফায় দফায় রিমান্ড, প্রায় এক মাসের কারাবাস, জামিনে বের হয়ে হাতে লিখে অশ্লীল বার্তা দেওয়া, গোপনে বিয়ে, দুই বছরের আগেই বিচ্ছেদ নানা কারণে এই নায়িকা চর্চার একদম শীর্ষে।
আজ মঙ্গলবার সেই রহস্যময়ী নায়িকা পরীমনির জন্মদিন। ৩১ বছর পেরিয়ে ৩২ বসন্তে পা দিলেন তিনি। ১৯৯২ সালের ২৪ অক্টোবর পরীমনির জন্ম হয়েছিল সাতক্ষীরায়। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। পরীমনির বাবার নাম মনিরুল ইসলাম (উইকিপিডিয়ার তথ্যে শামীম আফজাল), মা সালমা সুলতানা।
মাত্র তিন বছর বয়সে নায়িকা তার মা-কে হারান। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি। বর্তমানে সেই নানাই পরীমনির সবকিছু। অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে প্রতিটি জন্মদিনে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়েই পরীমনিকে কেক কাটতে দেখা গেছে।
এছাড়া রাজধানীর পাঁচ তারকা হোটেলে জন্মদিনের উৎসব পালন করাটাও একটি বিশেষ রীতি বানিয়ে ফেলেছেন এই নায়িকা। এক বছর হোটেল ইন্টারকন্টিনেন্টালে, এক বছর হোটেল সোনারগাঁওয়ে, আবার এক বছর হোটেল রেডিসন ব্লুতে শতাধিক মানুষকে দাওয়াত করে জন্মদিনের উৎসব পালন করতে দেখা গেছে পরীমনিকে।
তবে ব্যতিক্রম এ বছর। এবার ঘটা করে কোনো হোটেল ভাড়া করে জন্মদিনের উৎসব পালন করবেন না পরীমনি। এমনকি, আজ মঙ্গলবার জন্মদিনের কোনো আয়োজনই রাখেননি বলে সম্প্রতি ইস্কাটনে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়ে দেন পরীমনি।
কিন্তু এও কি সম্ভব? পাঁচতারকা হোটেল ভাড়া করে, লাখ লাখ টাকা খরচা করে যে নায়িকা জন্মদিনের উৎসব পালনে অভ্যস্ত হয়ে পড়েছেন, হঠাৎই তিনি নিজের জন্মদিনে রাখেননি কোনো আয়োজন! হ্যা, এবার সত্যিই এমনটা ঘটছে। আর এই অসম্ভবকে পরীমনি সম্ভব করছেন তার সুখ-দুঃখের সঙ্গী নানা শামসুল হক গাজীর জন্য।
নায়িকা গত রবিবার ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের জানান, তার নানা অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি। সেখানে তার ছোট একটি অপারেশনও হয়েছে। কাজ থেকে ফিরেই নানার খোঁজখবর এবং দেখভাল করছেন পরীমনিই। সে কারণে এবার জন্মদিনে কোনো আয়োজন রাখেননি বলে জানান নায়িকা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT