প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি> ''বিনোদন জগতের নতুন সংযোজন'' এই স্লাোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর পারে অবস্থিত এমএসটি এন্টারপ্রাইজের পরিচালনায় জেলা পরিষদ শিশু পার্কটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী।
এসময় বক্তব্যে সাদেক কুরাইশী বলেন, জেলা পরিষদের মাধ্যমে আমরা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেই যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এমএসটি এন্টারপ্রাইজের পরিচালনায় আজকে এই শিশু পার্কটি উদ্বোধন করা হলো। এই শিশু পার্কটি আরও উন্নত ভাবে গড়ে তুলতে আমাদের সবসময় সহযোগিতা থাকবে।
এমএসটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী যমুনা রাণী সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা পরিষদের সদস্য মারুফ হোসেন, রওশনুল হক তুষার প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT