143 বার পঠিত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম তারেক ইউপি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে মঠবাড়ি ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান মোঃ শাহজালাল হাওলাদারের কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
পরে পদত্যাগের বিষয়টি ইউএনওকেও আবহিত করেন। তরিকুল ইসলাম তারেক মঠবাড়ি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি পদে বহাল রয়েছেন। এর আগে তিনি মঠবাড়ি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও টানা ৩ বারের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
তরিকুল ইসলাম তারেক জানান, তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচন ২০২২ এ রাজাপুর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী। জেলা পরিষদ নির্বাচনের শর্তানুযায়ী মঠবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ থেকে সেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করেছি।