অন্তর্র্বতীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জনে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানিয়েছেন, পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপাতত কোনো পরিকল্পনা হয়নি। সরকারে থেকে কোনো দলে না থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন এ উপদেষ্টা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এক অনুষ্ঠানে এ কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে ছিলো না, ছিল ফ্যাসিবাদি কাঠামোর বিরুদ্ধে, ফ্যাসিবাদের দোসরদের বিচার বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গন নির্বাচন নিয়ে বেশি সোচ্চার, যা কাম্য নয়।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও জুলাই বিপ্লবীদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়নি।
উপদেষ্টা আরও বলেন, আগে গোয়েন্দা সংস্থা দ্বারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। বর্তমান সরকার এসে এমন একটি ঘটনাও ঘটায়নি। গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হবে কিন্তু তার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।
দাবি-দাওয়ার আন্দোলনের সুযোগে যদি সরকারকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে সরকারও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT