9 বার পঠিত
পটুয়াখালী প্রতিনিধি>পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি বাড়ি এলাকার রামনাবাদ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।
৪ ফেব্রুয়ারী সকাল ১০.৩০ মিনিটের সময় স্থানীয় জনগন নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য দুলালকে জানায় সে গলাচিপা থানা পুলিশকে সংবাদ দিলে তৎক্ষনাৎ থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ভাসমন লাশ উদ্ধার করে।
তবে লাশের গায়ের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে এবং সিআইডির চৌকস টিমকে খবর দেয়া হয়েছে।