কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় রাত ৭ টার দিকে। মৃত্যু ব্যক্তির নাম মোঃ সাহেব আলী (৬৫)। তিনি উপজেলার সরকার পাড়া রায়গঞ্জের বাসিন্দা। তিনি রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি পূর্ব থেকে হার্টের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করে সুস্থ উঠেন।
কিন্তু ২৫ অক্টোবর শুক্রবার এশার নামাজের আজান দেওয়ার সময় পুনরায় হার্ট অ্যাটাক হলে তিনি মসজিদেই মৃত্যুবরণ করেন। তিনি
সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়মিতভাবে আজান দিতেন এবং ওয়াক্তি নামাজ পড়াতেন।
তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রাত সাড়ে ৯ টার দিকে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। তিনি একজন ধর্ম পরায়ন ব্যক্তি ছিলেন। রায়গঞ্জ ও আশপাশের গ্রামের মানুষ তাকে একজন নীতিবান ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে জানতেন। অনেকে বলছেন, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ধর্মীয় কাজে ব্যয় করেছেন এবং আজানরত অবস্থায় তার মৃত্যু এক প্রকার সম্মানের মৃত্যু।
তাঁর পরিবার সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT