1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি-স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় :ওবায়দুল কাদের গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি, সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক জিকো একনেক সভায় ১১টি প্রকল্প অনুমোদন পঞ্চম ধাপে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু গণহত্যা চলছেই, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ রাজধানীতে আজ থেকে ৫ স্থানে কৃষকের দামে তরমুজ বিএনপি নেতাদের চোখে স্বৈরতন্ত্রের চশমা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরগঞ্জে বারো জুয়াড়িসহ গ্রেফতার-১৩ দেশের অধিক জনগোষ্ঠী মানুষ যাতে সেবা পায় সে ব্যাপারে দ্বায়িত্বশীল হতে হবে – জেলা প্রশাসক পটুয়াখালী  কিশোরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি-স্বরাষ্ট্রমন্ত্রী

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ রবিবার, ১২ মার্চ, ২০২৩

 86 বার পঠিত

ব্যুরো চীফ ময়মনসিংহ>স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নের মহাস্রোতে আমরা আছি। এখানে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকতো, এখানে যদি আমাদের পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজটি না করতো, তাহলে কিন্তু আমরা থমকে যেতাম।

রোববার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এগিয়ে যেতে হলে, উন্নয়নে যেতে হলে আমাদের সিকিউরিটি ব্যবস্থা সবল হতে হবে।
আমাদের সিকিউরিটি আজ প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল চ্যালেঞ্জ অতিক্রম করছে। আমাদের সিকিউরিটি ফোর্স পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সবাই নিজ নিজ কাজ করছে। সেজন্য একটা সুন্দর পরিস্থিতি আমরা উপহার দিতে পেরেছি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপির সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান বিপিএম পিপিএম বার, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফিতা কেটে ও ফলক উম্মোচন করে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park