204 বার পঠিত
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি> নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার বিকাল সাড়ে ৪টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা মো.মাহাবুব আলম তালুকদার বলেন, ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে মাইকিং এবং ব্যানার, মাছের পোনা অবমুক্তকরন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে, অভিযান।
এসময় উপজেলা মৎস্য অফিসার মো. মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা ম্যারিল ফিসারিজ কর্মকর্তা মো. নাজমুল, উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।