দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি>নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গ বন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃষ্টি উপেক্ষা করে পটুয়াখালীর দশমিনায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২।
গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহাবুব আলম তালুকদার ঝান্টার সভাপতিত্বে ও উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ নাজমুল হাসানর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেনে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাফর আহম্মেদ,উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ তানবির রহমান, ঢাকা আহসানিয়া মিশনের বাংলাদেশ নিউট্রিশন এক্টিবিটি এরিয়া স্পেশালিষ্ট মোসাঃ রুমা বেগম।
এসময় মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য চারজন মৎস্যজীবিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পরস্কার প্রাপ্তরা হলেন-পাবদা ও গুইলশা মাছ চাষে মোঃ ওবায়দুল ইসলাম, পাংগাশ মাছ চাষ মোসাঃ মরিয়ম বেগম, গলদা ও মিশ্র মাছ চাষে মোঃ ফরহাদ আকন এবং রুই জাতীয় মিশ্র মাছ চাষে মোসাঃ শাহিদা বেগম।
অতপর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়া মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT