1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ত্রিশালে স্কুলের নামাজ ঘরে অগ্নি কান্ড প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরকথা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কয়রা কালনা মাদ্রাসায় জামায়াতের সবক ও দােয়া অনুষ্ঠিত বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অর্থসহ কুরআন দিয়ে ববণ করে নিল বেরোবি দাওয়াহ্ সোসাইটি সদরপুরে প্রাথমিক শিক্ষকদের মাঝে প্রাইভেট পড়ানোর প্রবনতা বাড়ছে  ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এমপি হয়ে অঢেল সম্পদের মালিক খুলনা-৬ আসনের বাবু আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথকে ‘হিরো’ বানাতে গিয়ে অন্যদের অস্বীকার করা হয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে স্বামীর সংসার রক্ষার্থে প্রেমিককে হত্যা শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ

ত্রিশালে স্কুলের নামাজ ঘরে অগ্নি কান্ড প্রতিবাদে মানববন্ধন

ইমরান হাসান
  • প্রকাশ শনিবার, ২৮ মে, ২০২২

 150 বার পঠিত

ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে দড়িকাঁঠাল উচ্চ বিদ্যালয়ের নামাজের ঘরে অগ্নি কান্ডের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে কাঁঠাল ইউনিয়নের দড়িকাঁঠাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পাঁচসহ¯্রাধিক শিক্ষার্থী, শিক্ষক এ মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রি মহন স্কুল ধবংশের জন্য অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। স্কুলের মেয়েদের জন্য নামাজের নির্ধারিত জায়গায় এ অগ্নি কান্ডের ঘটনা সত্যিই নিন্দনীয়। বক্তারা এ ঘটনার তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবী করেন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২৬ শে মে) মধ্য রাতে স্কুলের মেয়েদের জন্য নির্ধারিত নামাজের ঘরে কে বা কাহারা অগ্নি সংযোগ করে। পরে স্থানীয় এলাকাবাসী টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। নামাজের ঘরে অগ্নি সংযোগ সত্তিই নিন্দনীয় একটি ঘটনা।

একটি কুচক্রি মহল এ ঘটনাটি ঘটিয়েছে স্থানীয়দের দাবী। স্কুলের সাধারন শিক্ষার্থীরা বলেন, আমরা সুন্দর পরিবেশে স্কুলে লেখা পড়া করতে চাই। আমাদের স্কুলে যেই অগ্নি সংযোগ করেছে আমরা তার সঠিক বিচার দাবী করি। দড়িকাঁঠাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, স্কুলের প্রধান শিক্ষক মারা যাওয়ায় সিনিয়র হিসেবে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।

একটি কুচক্রি মহল স্কুলের উন্নয়নে বাধাগ্রস্থ করতেই এ অগ্নি কান্ডের ঘটনাটি ঘটিয়েছে। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। যেই এ ঘটনা ঘটাক আমি তাদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবী করছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল করিম বলেন, আগে এ স্কুল অনেক অবহেলিত ছিল। এখন স্কুলর উন্নতি দেখে অনেকেই খারাপ পায়তারা করছে।

একটি মহল এ উন্নতিকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। ঐ কুচক্রি মহল এ ঘটনাটি ঘটিয়েছে। মেয়েদের জন্য নামাজের জায়গায় অগ্নি সংযোগ মোটেও ভাল কাজ নয়। এ অগ্নি সংযোগে স্কুলের ১ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, আমি ঘটনাটি শুনেছি। স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park