1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
তীব্র গরমে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া ঠাকুরগাঁওয়ে - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম আরো ৬০ দিন বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রিসি ক্ষমতা বেনাপোল সীমান্ত থেকে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি কম্বল সহ বিভিন্ন পন্য আটক আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন গলাচিপায় খুন ধর্ষণ মব জাস্টিস ও চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলার অবনতি জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।  আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেছেন উপদেষ্টা ফরিদা আখতার মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ সাত দিনের মধ্যে শিশু ধর্ষণের বিচারের কাজ শুরু হবে : আইন উপদেষ্টা ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা মাগুরায় দর্শনের শিকার সেই শিশুটি মারা গেছে দেশে ফিরছে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশী

তীব্র গরমে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া ঠাকুরগাঁওয়ে

আসিফ জামান
  • প্রকাশ রবিবার, ১২ মে, ২০২৪

 353 বার পঠিত

তীব্র গরমে নাজেহাল জনজীবন। কোথায় গেলে দুদণ্ড শান্তি মিলবে, সেই খোঁজ করে চলেছেন সবাই।

ফ্রিজের ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে আর এসির হাওয়া গায়ে লাগিয়ে খানিকটা স্বস্তি পাওয়া যাচ্ছে বটে, তবে গ্রীষ্মের তপ্ত রোদে চোখ জুড়ানো আর মন ভরানো স্বস্তি মিলছে পথের কিনারে ফুটে থাকা লাল-হলুদ ফুলে।  

গাছে-গাছে বর্ণিল সব ফুলের সমারোহ।

কোথাও টকটকে লাল কৃষ্ণচূড়া, কোথাও কমলা রঙের রাধাচূড়া। কোথাও আবার ছেয়ে আছে স্নিগ্ধ বেগুনি রঙের জারুল।

পথ চলতে থমকে দাঁড়িয়ে এসব ফুলের দিকে কিছুক্ষণ চাননি, এমন মানুষ পাওয়া ভার হবে নিশ্চয়ই। আর মিষ্টি হলুদ রঙের সোনাঝরা সোনালুর ঝলমলে চাহনি গ্রীষ্মের রূপে যোগ করে দ্বিগুণ মাত্রা।

এ সময়ে সারা দেশের মতোই ঠাকুরগাঁও জেলার পথে-প্রান্তরে চোখ ধাঁধানো টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি। দূর থেকে দেখলে মনে হয়, বৈশাখের রোদ্দুরের সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়েছে রক্তিম পুষ্পরাজি। বিশেষ করে পীরগঞ্জ এলাকার রাস্থার পাশে, দুই ধারে ও বাইপাস সড়কের পাশে ফুটে আছে কৃষ্ণচূড়া।অন্য দিকে ঠাকুরগাঁও রড় মাঠের রাস্তার পাসে ও ডিনি পর্যট পার্কে দেখা যায় কৃষ্ণচূড়া গাছ।

এ ছাড়া ঠাকুরগাঁও সরকারি কলেজ ও বড় মাঠের শহীদ মিনারে, সড়ক বিভাগ অফিসে দেখা মিলছে কৃষ্ণচূড়ার। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে পীরগঞ্জ শাগুনি  ব্রিজ যেতে যে রাস্তাটি পাসে কৃষ্ণচূড়া গাছগুলো। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে। গ্রীষ্মের ঘামঝরা দুপুরে তাপপ্রবাহে ওষ্ঠাগত পথিকের মনে কৃষ্ণচূড়ার ছায়া এক ধরনের প্রশান্তি এনে দিচ্ছে।

ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্র, ছাত্রীরা প্রধান করণিক হারুন-অর-রশীদ খান সাংবাদিক কে বলেন, কলেজ চত্বরে অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সারিবদ্ধ কৃষ্ণচূড়া। গ্রীষ্মের প্রখর রোদের সবটুকু উত্তাপ গায়ে মেখে সবুজ চিরল পাতার মাঝে ফুটেছে এই রক্তিম পুষ্পরাজি। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে। কলেজ গেট দিয়ে ঢুকলেই ছাত্রী শিক্ষক কিংবা পথচারী, সবার দৃষ্টি কিছুক্ষণের জন্য এ কৃষ্ণচূড়া ফুলে আটকে যাবেই। ফুল দেখলে মন প্রশান্তিতে ভরে যায়। আর কৃষ্ণচূড়া ফুলে অন্যরকম এ ভালোলাগা কাজ করে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park