1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
তিন দিন পাবনাসহ চার জেলায় গ্যাস থাকবে না - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

তিন দিন পাবনাসহ চার জেলায় গ্যাস থাকবে না

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

 97 বার পঠিত

দেশের উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন মেরামত কাজের জন্য  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী (পিজিসিএল)।

জেলাগুলো হলো রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া। এসব জেলার বিভিন্ন উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী (পিজিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী (জিটিসিএল) ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন করবে। এজন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএলের মহাব্যস্থাপক (অপারেশন) প্রকৌশলী শৈলজা নন্দ বসাক গণমাধ্যমকে জানান, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না। সিরাজগঞ্জ অঞ্চলের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ছাড়া অন্য গ্রাহকরা তেমন সমস্যায় পড়বেন না। অন্য তিন জেলার গ্রাহকরা লাইন প্রতিস্থাপনকালীন সময়ে গ্যাস পাবেন না।

পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা এবং বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায়।

কোম্পানীটির মোট ১ লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং আবাসিক সংযোগ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৫২টি । মোট ৬৮১ কিলোমিটার বিতরণ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে পিজিসিএল। দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park