1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তারকারা প্রকাশ করছেন দৈনিক হয়রানির সংখ্যা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে অভিযোগ পেলে পদক্ষেপ: উপদেষ্টা আসিফ জাবি আইন অনুষদের আয়োজনে প্রয়াত শিক্ষক ইফতেখার মাহমুদের শ্রদ্ধার্থে স্মরণসভা  তোমরাই হবে দেশের সু-নাগরিক এবং সমৃদ্ধি হবে বিশ্বময় -মাহমুদুল হাসান (ইউ,এন,ও) ইবি’র নোফেল জেলা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি ইয়ামিন, সম্পাদক কামরুল বেরোবিতে সামাজিক ও মানসিক কল্যাণে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন লেসন লার্নিং সেশন অনুষ্ঠিত নিষ্ঠুরতার বলি রংপুরের বেওয়ারিশ কিশোরকে হাজতবাস থেকে জামিনে মুক্ত করলেন কিশোরগঞ্জের মানবিক শিক্ষক রুহুল আমিন চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটুয়াখালী গলাচিপা কলাগাছিয়া ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা নোয়াখালীতে নকল করতে গিয়ে ধরা পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা জেড আই খান পান্না: “শেখ হাসিনার পক্ষে আদালতে আমি লড়ব না”

তারকারা প্রকাশ করছেন দৈনিক হয়রানির সংখ্যা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
তারকারা প্রকাশ করছেন দৈনিক হয়রানির সংখ্যা

সামাজিক মাধ্যমে নিত্যদিনের ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে নতুন আন্দোলনে নেমেছেন দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত তারকারা। তারা নিজেদের ছবি পোস্ট করে গালে বা হাতে দৈনিক কতবার অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যা প্রকাশ করছেন। আন্দোলনের নাম—‘মাই নাম্বার, মাই রুলস’।

এই আন্দোলনের সূচনা করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর নিজের ফেসবুকে তিনি ছবি পোস্ট করে ‘৯’ লিখে জানিয়ে দেন, তিনি প্রতিদিন অন্তত ৯বার হয়রানির মুখে পড়েন। তিশা লিখেছেন, “সংখ্যা থেকে কণ্ঠস্বর—আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছে, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি, তার সবই দেখতে পাচ্ছি।” পোস্টে হ্যাশট্যাগে তিনি যোগ করেছেন #মাইনাম্বার_মাইরুলস।

তিশার পাশাপাশি এই আন্দোলনে যুক্ত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে অভিনেত্রী রুনা খানের সংখ্যা ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘি ‘৩’, মৌসুমী হামিদ ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুল ‘৯’, আশনা হাবিব ভাবনা ‘৯৯ প্লাস’ প্রকাশ করেছেন।

রুনা খান জানান, “শুধু তারকা নয়, যেকোনো নারী সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। গত দশ বছরে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেমন বেড়েছে, তার সঠিক ব্যবহারবিধি শেখেনি অনেকেই।”

জানা গেছে, ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলনটি ১৬ দিন ধরে সামাজিক মাধ্যমে চলবে, এবং ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে মনোযোগী হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park