সামাজিক মাধ্যমে নিত্যদিনের ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে নতুন আন্দোলনে নেমেছেন দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত তারকারা। তারা নিজেদের ছবি পোস্ট করে গালে বা হাতে দৈনিক কতবার অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যা প্রকাশ করছেন। আন্দোলনের নাম—‘মাই নাম্বার, মাই রুলস’।
এই আন্দোলনের সূচনা করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর নিজের ফেসবুকে তিনি ছবি পোস্ট করে ‘৯’ লিখে জানিয়ে দেন, তিনি প্রতিদিন অন্তত ৯বার হয়রানির মুখে পড়েন। তিশা লিখেছেন, “সংখ্যা থেকে কণ্ঠস্বর—আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছে, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি, তার সবই দেখতে পাচ্ছি।” পোস্টে হ্যাশট্যাগে তিনি যোগ করেছেন #মাইনাম্বার_মাইরুলস।
তিশার পাশাপাশি এই আন্দোলনে যুক্ত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে অভিনেত্রী রুনা খানের সংখ্যা ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘি ‘৩’, মৌসুমী হামিদ ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুল ‘৯’, আশনা হাবিব ভাবনা ‘৯৯ প্লাস’ প্রকাশ করেছেন।
রুনা খান জানান, “শুধু তারকা নয়, যেকোনো নারী সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। গত দশ বছরে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেমন বেড়েছে, তার সঠিক ব্যবহারবিধি শেখেনি অনেকেই।”
জানা গেছে, ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলনটি ১৬ দিন ধরে সামাজিক মাধ্যমে চলবে, এবং ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে মনোযোগী হবে।