40 বার পঠিত
ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে ২২দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন হয়েছে। গত ১২অক্টোবর থেকে শুরু হয়ে ৩নভেম্বর তা শেষ হয়। এসময় ৬৪০কেজি মাছ, দেড়কোটি টাকা মূল্যের জাল জব্দ করা হয়েছে। ২১টি মামলালায় ৫জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা পরবর্তি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম এসব তথ্য জানান। সোমবার সকাল সাড়ে ১২টায় জেলা মৎস্য ভবন হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঝালকাঠি জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৪ এর আওতায় ১২ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন অভিযান পরিচালনা করা হযেছে। এসময়ে ৮৩ টি মোবাইল কোর্ট টীমের মাধ্যমে ২৪৩ টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবতরণ কেন্দ্র ২৫টি,১১২ টি মাছঘাটা, ৪২৩ টি আড়ত এবং ৪৫৮ টি বাজার পরিদর্শন করা হয়েছে। অভিযানে ৬৪০ কেজি ইলিশ মাছ এবং ৯ লক্ষ ২৩ হাজার ৭০০ মিটার জাল (আনুমানিক বাজার মুল্যে ১৬৮ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা) জব্দ করা হয়েছে। জেলায় মোট ২১টি মামলায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও ৬৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। ২২ দিনে নিলামকৃত আয় হয়েছে ৭০০০ টাকা। আগামী বছরে স্থানীয় গণ্যমান্য, জেলে ও পুলিশ নিয়ে সামাজিক কমিটি করে ইলিশ রক্ষায় সামাজিকভাবে পদক্ষেপ গ্রহণসহ নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম।