48 বার পঠিত
নতুন বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুরেও প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা। মাঠে পুলিশ সদস্যরা না থাকায় সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে।
গত মঙ্গলবার থেকে শশুরু করে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ঝালকাঠি জেলা শহরসহ জেলার গুরুত্বপুর্ণ পয়েন্টে সড়কের শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভুমিকা পালন করছে শিক্ষার্থীরা। এদিকে দেশের সংকট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছেন সেই মুহুর্তে শিক্ষার্থীদের এমন ভূমিকায় সন্তুষ্ট চালক, যাত্রী, পথচারী ও জনসাধারণ। নতুন প্রজন্মের হাত ধরেই নতুন করে দেশ গড়ে উঠুক এটিই চান তারা। সঠিক দিকে পথ চলা ও প্রয়োজনীয় নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মো. নাঈম হাসান ঈমন বলেন, বর্তমানে পুলিশ দায়িত্বপালনে সক্রিয় না থাকায় বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও আইনশৃঙ্খলা ঠিক নাই। তাই সড়কেও চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্য ছাত্ররা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। এখনই নিজ দেশের জন্য যদি আমরা কাজে না আসি তবেনকখন দেশের জন্য কাজ করবো। সে জন্য শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় আসছি।