136 বার পঠিত
ঝালকাঠির রাজাপুরে জাল ভোট দেয়ার দায়ে চার জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ১ জনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।রোববার দুপুরে উপজেলার আদাখোলা আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন ৫৫ নং আদাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মৃত দবির এর স্ত্রী মিনারা বেগম,জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাসিমা খানম, আব্দুর রাজ্জাক এর স্ত্রী শাহিনুর বেগম,রুস্তম হাওলাদারের স্ত্রী আলাম তাজ।অপরদিকে রাজাপুরের পূর্ব ইন্দ্রপাসা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে সুখী আক্তার নামে এক নারীকে ৩০০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্র্যাম্যমান আদালতের বিচারক ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসেন বিকাল সাড়ে চারটায় এই রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টার্নিং কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। তিনি জানান,জাল ভোট দেয়ার দায়ে আটককৃত চার জনের প্রতেক’কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।