222 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>জামালপুর সদর উপজেলার সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার ৯ নভেম্বর জামালপুর শহরের শফির মিয়ার বাজারে আলোচনা শেষে কমিটি গঠন করা হয়।
জামালপুর সদর উপজেলার বানারের পাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধক্ষ্য আলহাজ্ব মাওলানা হাসমত উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ঐক্য জোটের জেলা কমিটির সভাপতি শেখ ফরিদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সোহরাব আলী, সাংগঠনিক সম্পাদক জাওয়াহের (জুয়েল),অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন আব্দুল আলিম,জাকিরুল ইসলাম ও মাসুদ রানা প্রমূখ।
আলোচনা শেষে জামালপুর সদর উপজেলা সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের কমিটি গঠন করা হয়।কমিটি সভাপতি মেঘা আমিনিয়া সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি বিয়ারা পলাশতলা সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মুসলিম উদ্দিন,সহসভাপতি বাঁশচড়া মসজিদ সংলগ্ন সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম (লুৎফর), সহসভাপতি শেহ্ড়াতলী সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আব্দুল করিম,সাধারণ সম্পাদক লক্ষীরচর আইয়ুব আলী সতন্ত্র এবতেদিয়ী মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক ইটাইল সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক উত্তর কৈডোলা সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক তারিকুল ইসলাম তারেক,সহ সাংগঠনিক সম্পাদক পূর্ব বাঁশচড়া সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক, কোষাধক্ষ্য মেঘা ডোয়াইল সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো.ইমান আলী ও দপ্তর সম্পাদক বেড়াপাথালিয়া সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ইমামুল হাসাস এছাড়াও কমিটির সদস্য হলেন যথাক্রমে মো.মাসুদ রানা, নুর ইসলাম মিঠুন, মো.ছানোয়ার হোসেন,আব্দুল আলিম ও জাকিরুল ইসলাম।