164 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, খামার ব্যবস্থাপক মোখলেছুর রহমান।
এসময় জেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় জেলা মৎস্য কর্মকর্তা জানান, জামালপুর অতি বন্যা প্রবণ এলাকা হওয়ায় এবং জলাশয়ে পানি না থাকায় ৪৪ হাজার ৮৭৩ মে.টন চাহিদার বিপরীতে জেলায় মাছ উৎপাদন হয় ৪২ হাজার ৩৩৬ মে.টন। এতে মাছের এ ঘাটতি পাশ্ববর্তী জেলা থেকে পূরণ করতে হয়।