জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি বলেছেন, শুধু সভা, সেমিনার করলে মাদক মুক্ত হবেনা, এর জন্য দরকার সামাজিক আন্দোলন ও ঐক্য গড়ে তোলা। তিনি বলেন, আমরা চাই একটি মাদকমুক্ত দেশ। যারা মাদক বিক্রি করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
বুধবার ২১ সেপ্টেম্বর সকালে সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন হলরুমে জামালপুর সদর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, ফারজানা ইয়াসমিন লিটা, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ প্রমুখ।
জামালপুর সদর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT