142 বার পঠিত
মাল্টা নাম শুনলেই মুখটা যেন রসে ভরে উঠে। ফলের দোকানে আমরা সাধারণত: হলুদ রঙের মাল্টা দেখতে পাই। কিন্ত জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন দক্ষিণে দক্ষিণ জামালপুরের বিশেষ করে পলাশতলা, গোবিন্দপুর, শ্রীপুর, ভালুকা, পিয়াজেরবাজার, দডিপাড়া,বাঁশচড়া মধুপুর গড়ের প্রতিবেশি হওয়াতে এলাকার মাটি সবুজ মাল্টা চাষের বেশ উপযোগী বলে জানিয়েছেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন।তিনি আরও জানান,প্রথম দিকে ওইসব এলাকায় অনেকেই শখের বসে বাড়ীর আঙিনায় দুচারটি সবুজ মাল্টা গাছ লাগিয়েছেন
অনেকে বাগানো করেছেন। এতে ফলনও অত্যন্ত ভালো হয়েছে।রানাগাছা ইউনিয়নের পলাশতলা গ্রামের বাসিন্দা হেকমত আলী । তিনি শখের বসে গত কয়েক বছর আগে পরীক্ষামূলক কয়েকটি সবুজ মাল্টা গাছ রোপন করেন। ফলও আসে বেশ ভালো।হেকমত আলী জানান, প্রথম প্রথম আমি বারী-১ জাতের ৩-৪টি সবুজ মাল্টা গাছের চাপা রোপন করি।
ফল আসে। আমার লাগানো সবুজ মাল্টা খেতে অত্যন্ত সুস্বাদু । পরে আমি আরো ২৫টি মাল্টা গাছের চারা রোপন করি।সরেজমিনে গিয়ে দেখা গেছে হেকমত আলী মাল্টার বাগানে থোকায় থোকায় গোল গোল সবুজ মাল্টা গাছের ডালে ডালে ঝুলছে।
তার মাল্টার বাগানের ভাল ফলন দেখে মাল্টা চাষে উৎসাহীত হচ্ছেন।চারা রোপনের পর কয়েক দফা সেচ ও জৈব সার গোবর সার প্রয়োগ করলেই চলে। এলাকার অনেকেই সবুজ মাল্টা চাষে এগিয়ে এসেছেন বলেও জানান তিনি।