166 বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ ‘ এর ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. লালচান কে সভাপতি ও আইন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী হাফিজ আল সাইয়ুমকে সাধারণ সম্পাদক করা হয়।
বৃহস্পতিবার (৩০ মে) সংগঠনটির উপাদেষ্টামন্ডলীর সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন –
সিনিয়র সহ-সভাপতি : শোভন নেওয়াজ (১৩ ব্যাচ) ;
সহ-সভাপতি : আছিয়া খাতুন মেঘলা (১৩ ব্যাচ), আল-আমিন (১৩ ব্যাচ) ;
যুগ্ম-সাধারণ সম্পাদক : ফারহান মাসুদ সোহাগ (১৫ ব্যাচ) , আনিকা শার্মিলা সোমা (১৫ ব্যাচ), সাইফুদ্দিন আহমেদ (১৫ ব্যাচ) ;
সাংগঠনিক সম্পাদক : আবু রায়হান আল বিরুনী (১৬ ব্যাচ), পাপুন চন্দ্র অধিকারী (১৬ ব্যাচ) ;
কোষাধ্যক্ষ : মো. কাজল ইসলাম শফিক (১৬ ব্যাচ) ;
দপ্তর সম্পাদক : মো. জাফিরুল ইসলাম (১৭ ব্যাচ) ও প্রচার সম্পাদক : ফয়সাল পারভেজ (১৭ ব্যাচ) ।
সভাপতির বক্তব্যে লালচান বলেন, ‘পঞ্চগড়’ শব্দটা একটা আবেগের নাম। এই শব্দে আমি মা ও মাটির গন্ধ পাই। অশেষ কৃতজ্ঞতা,ধন্যবাদ ও ভালবাসা জ্ঞাপন করছি সকলের প্রতি যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন,যারা মনে করেছেন আমি এই পদের যোগ্য।দোয়া করবেন যেন আমি আমার শ্রম,মেধা ও সাংগঠনিক বিচক্ষণতা দিয়ে সংগঠনকে সুসংগঠিত ও সমৃদ্ধ অবস্থানে এগিয়ে নিয়ে যেতে পারি।
সাধারণ সম্পাদক হাফিজ আল সাইয়ুম বলেন, জন্মভূমি পঞ্চগড় সবসময়ই আবেগ ও অনুভূতির ভিন্নরকম এক স্তম্ভ৷ আমাকে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টাবর্গ ও সংশ্লিষ্ট সকলকে। শিক্ষার্থীদের জন্য কল্যাণকর ভিন্ন কিছু করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক পাপুন চন্দ্র অধিকারী বলেন, ” আমি স্নাতক প্রথম বর্ষ থেকেই ‘পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ ‘- এর প্রতিটি কাজের সাথে সংযুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। জবি’তে অধ্যয়নরত কিংবা ভর্তি-ইচ্ছুক পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করার চেষ্টা করবো।”
উল্লেখ্য, পঞ্চগড় জেলা থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ” ভ্রাতৃত্বের বন্ধন,অটুট থাকুক চিরন্তন ” এই স্লোগান ধারণ করে ‘পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে।