35 বার পঠিত
‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আনন্দ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশ হয়। তারা ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হল’ স্লোগান দেন এবং মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ২০০৮-২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নানাভাবে শিক্ষার্থীদের উপর অত্যাচার নিপীড়ন করেছে। এমন একটা সন্ত্রাসী সংগঠনকে আইন করে নিষিদ্ধ করায় অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আপনার জানেন পূর্ববর্তী সময়ে ছাত্রলীগ ছিল একটা আতঙ্কের নাম সাধারণ শিক্ষার্থীদের কাছে, আজ থেকে শিক্ষার্থীরা স্বাধীন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ’হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন‘ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘সন্ত্রাসী সত্তা‘ হিসেবে তালিকাভুক্ত করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।