বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুতে 'চুবানি ও টুস করে ফেলে' দেয়ার হুমকির অভিযোগে এবার শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত এই মামলা দায়ের করেন ছাত্রদলের সাবেক নেতা সৌরভ পাল।
মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত।
শেখ হাসিনা ২০২২ সালের ১৮ মে এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, পদ্মা সেতুতে নিয়ে গিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত।
একই অনুষ্ঠানে ড. ইউনূসকে নিয়ে বলেন, তাকেও পদ্মা নদীতে নিয়ে দুটি চুবানি দিয়ে উঠিয়ে নেওয়া উচিত। মরে যাতে না যায়। পদ্মা নদীতে চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। সেই ঘটার দুই বছর পর মামলা হলো। গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
এরি মধ্যে হত্যা, গুম, মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার নামে কয়েক ডজন মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT