1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
চিলমারীতে অস্বাভাবিক শিশুর জন্ম - দৈনিক দেশেরকথা
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম সাত দিনের মাঝে আ. লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনার দাবি ইউনূস সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না: রিজভী সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদের অবস্থান ৯৩ সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’ গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন।  চিলমারীতে অস্বাভাবিক শিশুর জন্ম আমীরে জামায়াতের সমাবেশ সফল করতে টেকনাফ, হ্নীলা ও হোয়াইক্যংয়ে স্বাগত মিছিল  আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত শিগগিরই আসছে: আসিফ মাহমুদ চিটাগংকে কাঁদিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন বরিশাল

চিলমারীতে অস্বাভাবিক শিশুর জন্ম

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

 15 বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি>কুড়িগ্রামের চিলমারীতে অস্বাভাবিক আকৃতির একটি শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (৪ ফ্রেব্রুয়ারী) রাত ৮টার দিকে একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, উপজেলার মজাইডাঙ্গা রামধনীরপাড় এলাকার মুকুল মিয়ার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে মঙ্গলবার তাকে সারা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে ডা. তৌফিকুল ইসলাম সিজার করে শিশুটিকে বের করেন। সিজারের পর দেখা যায় শিশুটির গায়ের চামড়া কারটিলেসের মতো, লাল মাংসপিণ্ডের মতো চোখ এবং অস্বাভাবিক আকৃতির মুখ। তার সম্পূর্ণ শরীর ফাটা ফাটা।

এমন অস্বাভাবিক আকৃতির শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাসপাতালে উৎসুক জনতার ভীড় জমে।

বৃহস্পতিবার ৬ (ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুটিকে কম্বল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। সেখানে সে নিয়মিত তার মায়ের বুকের দুধ পান করে এবং ঘুমায়। কিন্তু সম্পূর্ণ শরীর ফেটে যাওয়ায় গায়ের কাপড় সরালে কষ্টে কাতরাচ্ছে শিশুটি।

শিশুটির দাদি মনোয়ারা বেগম বলেন, আমার ছেলে ভ্যানগাড়ি চালিয়ে যা আয় করে তাই দিয়ে চলে আমাদের সংসার। বর্তমানে সে গাড়িও চলে না। সিজার করার পর ডাক্তার শিশুটিকে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসা করাতে পারছি না। এমনকি ক্লিনিকে সিজারের বিলও পরিশোধ করতে পারছি না। শিশুটির চিকিৎসার জন্য বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ জানান তিনি।

ডা. তৌফিকুল ইসলাম জানান, কনজানিটাল অ্যাবনরমাল বেবিটি কী কারণে এ রকম হয়েছে তা বলা যাচ্ছে না। মেডিকেল কলেজে নিয়ে শরীরের ঘাটতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সিজারের পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park