1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১১টি প্রকল্প অনুমোদন পঞ্চম ধাপে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু গণহত্যা চলছেই, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ রাজধানীতে আজ থেকে ৫ স্থানে কৃষকের দামে তরমুজ বিএনপি নেতাদের চোখে স্বৈরতন্ত্রের চশমা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরগঞ্জে বারো জুয়াড়িসহ গ্রেফতার-১৩ দেশের অধিক জনগোষ্ঠী মানুষ যাতে সেবা পায় সে ব্যাপারে দ্বায়িত্বশীল হতে হবে – জেলা প্রশাসক পটুয়াখালী  কিশোরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের ছুটি কোনোভাবেই কম দেওয়া যাবে না: কর্মসংস্থান প্রতিমন্ত্রী মেডিকেল চান্স পাওয়া মেহনাজের দায়িত্ব নিলেন কলেজ সভাপতি জাহাঙ্গীর কবির

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন

মো: ইকবাল হোসেন
  • প্রকাশ রবিবার, ২৮ মে, ২০২৩
দেশেরকথা

 95 বার পঠিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে নানামুখী কর্মসূচি আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর অনবদ্য অবদানের অর্জনকে সম্মান জানাতে ছয়টি ধাপে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে “জুলিও কুরি” সুবর্ণ জয়ন্তী উৎসব। গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান।

রোববার (২৮ মে) সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। বিকেল ৩টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসনের সুশাসন চত্বর হতে শেখ ফজলুল হক মণি মিলনায়তন ও জেলা শিল্পকলা একাডেমিতে মিলিত হয়। 

সেখানে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধু ‘‘জুলিও কুরি’’ পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত গোপালগঞ্জ-৩ আসনের উন্নয়ন বিষয়ক প্রতিনিধি জনাব মো: শহীদ উল্লা খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ‌্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা আ’লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র জনাব রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিন সহ এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণ।

বিকেল ৫টায় শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান। কনসার্টে গান পরিবেশন করবেন দেশের বিখ্যাত সংগীতশিল্পী মিনার আহমেদ, নিশিতা বড়ুয়া ও শিরোনামহীন ব্যান্ড।

এদিকে ২৮ মে সারাদিন গোপালগঞ্জ সুইমিংপুল এ্যান্ড জিমনেশিয়ামে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বাদ যোহর জেলার সমগ্র ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এবিষয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি আন্দোলন, বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন নিরলস প্রচেষ্টা করে গিয়েছেন। তাঁর সেই কর্ম, রাজনৈতিক দর্শন ও প্রজ্ঞার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে তাঁকে বিশ্ব শান্তি পরিষদ ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করেন। বঙ্গবন্ধুর পুণ্য ভূমিতে অনুষ্ঠিত সেবা ও বিনোদন মূলক উৎসবে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন তিনি।”

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park