পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম তুহিন খান (৩০) নামে ছাত্রদল নেতা মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গলাচিপা-পটুয়াখালী সড়কের চর সুহরী আদম পুলএলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে। তুহিন উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের মৃত আ.রহিম খানের ছেলে। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের ড্রাইভার মো.ইমরান হোসেনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গলাচিপা-পটুয়াখালী সড়কের চর সুহরীর আদম পুলের কাছে চট্রগ্রাম থেকে রড নিয়া আসা একটি ট্রাকের সাথে হরিদেবপুর থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থালেই মোটরসাইকেল চালক উপজেলা ছাত্রদলের সদস্য তরিকুল ইসলাম তুহিন খান মারা যান। এসময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো.আসাদুর রহমান জানায়, ট্রাকের আগুন নিভানো হয়েছে। ড্রাইভার মো. ইমরানকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT