গলাচিপায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় বাজার সংযোগ বিষয়ক কর্ম শালাঅনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গলাচিপা ব্র্যাকের অফিসে ভবনে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে গলাচিপা ব্র্যাকের বাজার সংযোগ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির গলাচিপার এরিয়া ম্যানজোরমো. শহিদুল ইসলাম। কর্মশালায় জলবায়ু সহিষ্ণু ধান,পাট, ভুট্টা, টমেটো, সরিষা, সূর্যমুখী মুসুরি সহ বিভিন্ন ফসলের চাষ ও বিপনণ বিষয়ের উপর আলোচনা করা হয়। কর্মশালায় গলাচিপার কৃষক, সবজি চাষি, আড়ৎদার, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৫০ জন ব্যক্তি অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT