90 বার পঠিত
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে জীবন অতিষ্ঠ। এর মধ্যে কল্যাণপুর সহ রাজধানীর কয়েকটি এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এর মধ্যে ১০ নাম্বার রোড এলাকায় সমস্যা বেশি।
ওয়াসা কর্তৃপক্ষ বলছে, সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই, এলাকাভিত্তিক কিছু সমস্যা রয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, অতিরিক্ত গরমে চাহিদা বেড়ে যাওয়া এবং প্রয়োজনের তুলনায় গভীর নলকূপ কম থাকায় সমস্যা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার থেকে এই পানির সংকট দেখা দেয়, রাত তিনটার দিকে কিছুটা পানি আসে ঘন্টাখানেক ব্যবধানে আবারও সংকট দেখা দেয়, এবং আজ সকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন পানির দেখা মেলেনি। এতে করে দুর্ভোগে পরেছে জনজীবন।
ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে কোন এলাকায় পানির সমস্যা হলে ঢাকা ওয়াসার নাম্বার-(১৬১৬২) যোগাযোগ করতে হবে। এই এলাকার পানির সমস্যার বিষয়ে হট লাইন নাম্বারে কথা বললে অপর প্রান্ত থেকে দেশের কথাকে জানান, পানির সংকটের বিষয় ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কিছু বলতে পারব না।
এ বিষয়ে তথ্য জানতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী তাকসিম খান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।