কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ২০২৪সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে নীলফামারীর কিশোরগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউএনও মৌসুমী হকের সভাপতিত্বে এসময় জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগ তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,পাশাপাশি জুলাই-আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বর্বরোচিত নির্যাতন,নিপীড়ন গুলি,টিয়ার শেল- টিয়ারগ্যাস নিক্ষেপ করা হামলায় হতাহতের ঘটনার স্মৃতিচারণ তুলে ধরে বক্তব্য দেন,নিহত হাফেজ নাঈম ইসলামের মামা ও পালিত বাবা আনিসুল হক,আহত শিক্ষার্থী আব্দুল মালেক,মাহাবুব আল হাসান মুন,রফিক শাহ্,আশিক মিয়া,জাহিদুল ইসলাম।এতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মঈন খান এলিস,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সেক্রেটারী একেএম তাজুল ইসলাম ডালিম,উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম,ওসি তদন্ত আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,ইউপি চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাইয়ুম,মোতালেব হোসেন,আব্দুল মালেক, আহত ও নিহত পরিবারের স্বজন প্রমুখ।পরিশেষে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT