259 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সরকারী দলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ও পূজা উদযাপন পরিষদ।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে এ গণঅনশন অনুষ্ঠিত হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি প্রকৌশলী প্রতাপ চন্দ্রের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন ওই পরিষদের সেক্রেটারী দিনেশ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী মিথুন চন্দ্র রায়, মহিলা পূজা পরিষদের সভাপতি অনিতা রাণী রায় ও মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী রাণী রায় প্রমূখ।