170 বার পঠিত
“২০৪১ সালের মধ্যে ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাগড়াছড়িতে নারী জনপ্রতিনিধি, কর্মজীবি নারী এবং নারী নেতৃত্বের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১২ নভেম্বর) খাগড়াছড়ি টাউন হল এ পার্বত্য জেলা খাগড়াছড়ির সচেতন নারী সমাজ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় খাগড়াছড়ি সচেতন নারী সমাজ ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা,সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদ সদস্য শাহীনা আক্তার, খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা।
সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, “২০৪১ সালের মধ্যে ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী জনপ্রতিনিধি, কর্মজীবি নারী এবং নারী নেতৃত্বের গুরুত্ব রয়েছে। আমাদের প্রধান মন্ত্রী নিজেও একজন নারী হয়ে শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। তার মেধা ও প্রজ্ঞা দিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার নারীর অগ্রযাত্রা এবং নেতৃত্ব বিকাশে বহুমুখী কর্মসূচি পরিচালনা করছে। নারীর নেতৃত্ব বিকাশে বাংলাদেশ অনেকাংশে যেমন এগিয়েছে তেমনি নারীর প্রতি বিভিন্ন ধরনের বৈষম্য এখনো রয়েছে। সামাজিক নিরাপত্তা ও দায়বদ্ধতা নারীর ক্ষমতায়নে অধিক ভূমিকা রাখবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলেই নারী নেতৃত্ব তৈরি হবে এবং তারা সমাজে এগিয়ে যাবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীরর পিছিয়ে পড়ার কারণই হলো নেতৃত্বের ঘাটতি। একজন নারীর নেতৃত্বের মাধ্যমে নারীর বিকাশ সম্ভব। বর্তমান সরকার নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছেন। তাই তো আজকের নারী একজন জনপ্রতিনিধি, কর্মজীবি এবং নেতৃত্বে দিয়ে যাচ্ছে।